পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যবস্থার কথা জানালেন সি চিন পিং
  2019-06-28 18:48:29  cri
জুন ২৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) ওসাকায় জি-টোয়েন্টি'র শীর্ষ সম্মেলনে চীনের পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার কথা জানান। এ পাঁচটি ব্যবস্থা হল: আরেক ধাপে চীনের বাজার বিদেশিদের জন্য উন্মুক্ত করা হবে; অচিরে ২০১৯ সালের জন্য বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক তালিকা প্রকাশ করা হবে; নতুন ছয়টি অবাধ বাণিজ্য পরীক্ষামূলক ক্ষেত্র নির্মিত হবে; সক্রিয়ভাবে আমদানি বৃদ্ধি করা হবে; ব্যবসার পরিবেশ উন্নয়ন ও এক্ষেত্রে সার্বিকভাবে সুবিধাজনক ব্যবস্থা কার্যকর করা হবে। (ছাই/আলিম/স্বর্ণা)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040