বিক্সের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে অংশ নিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
  2019-06-28 18:43:50  cri
জুন ২৮: ব্রিক্সের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন আজ (শুক্রবার) জাপানের ওসাকায় অনুষ্ঠিত হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর মেসিয়াস বোলসোনারু, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এতে অংশগ্রহণ করেন।

পাঁচ নেতা ব্রিক্সে অংশীদারিত্বের সম্পর্ক, বৈশ্বিক ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নব্যতাপ্রবর্তনে সহযোগিতা নিয়ে মত বিনিময় করেন এবং ব্যাপক মতৈক্যে পৌঁছান। ব্রিক্সের পালাক্রমিক সভাপতি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর মেসিয়াস বোলসোনারু সম্মেলনে সভাপত্বিত করেন।

সম্মেলনে প্রেসিডেন্ট সি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও উত্তেজনাময়। বিশ্বের অর্থনীতি সামগ্রিকভাবে সমৃদ্ধ হচ্ছে, তবে অনিশ্চয়তাও বৃদ্ধি পাচ্ছে। ব্রিক্স সদস্যদেশগুলোর উচিত উন্নয়নের পথে বাধা ও বাইরের ঝুঁকি প্রতিরোধ করার সামর্থ্য উন্নত করা। তাদের উচিত সহযোগিতা জোরদার করে পারস্পরিক সম্মান, ন্যায্যতা, সহযোগিতা ও অভিন্ন স্বার্থের নতুন আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা।

তিনি আরও বলেন, ব্রিক্সের সদস্যদেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করতে হবে। তাদের উচিত জাতিসংঘ, জি-টোয়েন্টি ও বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন বহুপক্ষীয় ব্যবস্থার আওতায় পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বৈশ্বিক ব্যবস্থাপনার মানও উন্নত করতে হবে। ব্রিক্স দেশগুলোর উচিত দৃঢ়ভাবে বহুপক্ষবাদ সমর্থন করা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা ও জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা সুরক্ষা করা। পাশাপাশি, ব্রিক্সের দেশগুলোর মধ্যে অর্থনীতি, রাজনৈতিক, ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে হবে। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040