ওসাকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
  2019-06-28 18:25:46  cri

জুন ২৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) জাপানের ওসাকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, আগামী বছর চীন-ইন্দোনেশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী পালিত হবে। এ উপলক্ষ্যে দু'পক্ষের উচিত রাষ্ট্র-প্রশাসন, 'আঞ্চলিক যৌথ অর্থনৈতিক করিডোর', পেশাগত প্রশিক্ষণ, এবং 'এক অঞ্চল, এক পথ' নিয়ে সহযোগিতা জোরদার করা। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বুদ্ধিমান শহর ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন।

তিনি আরও বলেন, "আমার উত্থাপিত নতুন আন্তর্জাতিক সম্পর্ক ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি ধারণার সঙ্গে ৬৪ বছর আগেকার বান্দুং চেতনার অনেক মিল রয়েছে। বর্তমান পরিস্থিতিতে চীন ও ইন্দোনেশিয়ার উচিত আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে ন্যায্যতা রক্ষা করা।"

এসময় প্রেসিডেন্ট জোকো বলেন, চীনের সঙ্গে সম্পর্কের ওপার সবসময় গুরুত্ব দিয়ে আসছে ইন্দোনেশিয়া। চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ'-সহ বিভিন্ন আর্থ-বাণিজ্যিক ও বহুপক্ষীয় কাঠামোতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক তাঁর দেশ। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040