চীন-আফ্রিকা শীর্ষ বৈঠকে সভাপতিত্ব করেন সি চিন পিং
  2019-06-28 18:14:52  cri

জুন ২৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) জাপানের ওসাকায় চীন-আফ্রিকা শীর্ষ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ চীন-আফ্রিকা সহযোগিতা গভীরতর করা, আফ্রিকার উন্নয়ন ও জাতিসংঘকে সমর্থন করা, এবং বহুপক্ষবাদ রক্ষা ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন।

বৈঠকে সি চিন পিং তিনটি প্রস্তাব উত্থাপন করেন। প্রথমত, অভিন্ন উন্নয়নের অগ্রদূত হয়ে চীন ও আফ্রিকার জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে হবে; দ্বিতীয়ত, উন্মুক্ত সহযোগিতার পক্ষের শক্তি হয়ে আফ্রিকার উন্নয়নের শক্তি সুসংবদ্ধ করতে হবে; তৃতীয়ত, বহুপক্ষবাদের পক্ষে থেকে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার জন্য আরও বেশি অবদান রাখতে হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, এবারের বৈঠকের সুযোগে আফ্রিকান দেশ ও জাতিসংঘের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করতে চায় চীন। আর এর মাধ্যমে আন্তর্জাতিক পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক প্রভাব বিস্তার করে এবং ন্যায়সঙ্গত ও অভিন্ন উন্নয়নের নতুন আন্তর্জাতিক সম্পর্ক গঠন করে, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে চায় তাঁর দেশ। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040