শান্তি উন্নয়নের সহযোগী হতে একমত চীন ও জাপান
  2019-06-28 10:48:12  cri
জুন ২৮: গতকাল (বৃহস্পতিবার) ওসাকায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আব বৈঠক করেন। দু'নেতা আরেকবার ঘোষণা করেন যে, শান্তি উন্নয়ন পথে অবিচল থাকবে এবং শান্তি উন্নয়নের সহযোগী হবে চীন ও জাপান। দু'পক্ষের উচিত নিরাপত্তা ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করে সক্রিয়ভাবে গঠনমূলক দ্বিপাক্ষিক নিরাপদ সম্পর্ক গড়ে তোলা এবং ক্রমশ স্থিতিশীল ও কৌশলগত পারস্পরিক কল্যাণকর ব্যবস্থা গড়ে তোলা। দু'পক্ষের কূটনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রের সংলাপ আরও জোরদার করতে একমত হন দুই শীর্ষনেতা।

তাঁরা একমত হন যে, দু'দেশ সুষ্ঠুভাবে স্পর্শকাতর সমস্যা মোকাবিলা করে গঠনমূলকভাবে দ্বন্দ্ব ও মতভেদ নিয়ন্ত্রণ ও দূর করবে। অব্যাহতভাবে পূর্ব চীন সাগরের মতৈক্য কাজে লাগিয়ে পূর্ব চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে যৌথ প্রচেষ্টা চালাবে দু'পক্ষ। এই প্রক্রিয়ায় পূর্ব চীন সাগরকে শান্তি, সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ সাগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়িত হবে।(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040