চীন ও জাপানের মানবিক বিনিময় ও সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করা উচিত
  2019-06-28 10:47:35  cri
জুন ২৮: গতকাল (বৃহস্পতিবার) ওসাকায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের বৈঠক অনুষ্ঠিত হয়। দু'পক্ষ জোর দিয়ে বলেছে, চীন ও জাপান উভয়েই এশিয়ার সভ্যতা উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদানকারী দেশ। দু'পক্ষের উচিত এশীয় সভ্যতার ফলাফল লালন-পালন করা, বিভিন্ন সভ্যতার সঙ্গে সংলাপ চালানো এবং গভীর ইতিহাসিক সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে মানবিক বিনিময় ও সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করা।

দু'নেতা একমত হন যে, চীন ও জাপানের বেসরকারি বন্ধুত্বপূর্ণ বিনিময় সক্রিয়ভাবে চালাতে হবে। দু'পক্ষের উচিত এ বছরের 'চীন-জাপান যুবক বিনিময় বর্ষের' সুযোগে শিক্ষা সফরসহ বৈচিত্র্যময় ও বহুমুখী পারস্পরিক বিনিময় কার্যক্রম চালানো। এই প্রক্রিয়ায় দু'দেশের মৈত্রী আরো সম্প্রসারিত হবে।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040