জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট সি'র বৈঠক, ১০টি বিষয়ে মতৈক্য
  2019-06-28 09:51:14  cri
জুন ২৮: গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক উ চিয়াং হাও তথ্যমাধ্যমের কাছে বৈঠকের সংশ্লিষ্ট অবস্থা তুলে ধরেন।

উ চিয়াং হাও বলেন, নেতাদ্বয় দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা এবং এবারের জি-টোয়েন্টি গোষ্ঠীর শীর্ষসম্মেলনসহ ধারাবাহিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান।

উল্লেখ্য, এবারের বৈঠকে তাঁরা ১০টি বিষয়ে মতৈক্যে পৌঁছান।

নেতাদ্বয় বর্তমানে চীন-জাপান সম্পর্কের উন্নয়নের সুষ্ঠু প্রবণতার ইতিবাচক মূল্যায়ন করেন। নতুন যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ চীন-জাপান সম্পর্ক গড়ে তোলা উচিত্ বলে প্রেসিডেন্ট সি এবং আবে মনে করেন।

চীন ও জাপানের চারটি রাজনৈতিক দলিলে নির্ধারিত বিভিন্ন নীতি মেনে চলার কথা পুনরায় জোর দিয়ে বলেন তাঁরা। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়ানোর ব্যাপারে একমত হন তাঁরা। বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীলতা, মেধাস্বত্ব সংরক্ষণ, আর্থ-বাণিজ্যিক পুঁজি বিনিয়োগ এবং ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করা উচিত্ বলে বৈঠকে তাঁরা উল্লেখ করেন। চলতি বছরের মধ্যে চীন-জাপান উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক আলোচনা-ব্যবস্থা শুরু করার সিদ্ধান্ত নেন দুই নেতা। দু'দেশের বেসরকারি বন্ধুত্বপূর্ণ বিনিময় চালানোর বিষয়ে একমত হন তাঁরা। চীন ও জাপানকে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার কথা পুনরায় জোর দিয়ে বলেন তাঁরা। স্পর্শকাতর সমস্যার সমাধান করা এবং মতভেদ ও দ্বন্দ্ব নিয়ন্ত্রণ করার ব্যাপারে একমত হন তাঁরা। বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যিক ব্যবস্থা সুরক্ষা করা এবং অঞ্চলের একত্রীকরণকে বাস্তবায়ন করা উচিত্ বলে তাঁরা মনে করেন। চীন ও জাপানের আন্তর্জাতিক দায়িত্ব পালন করে বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত্ বলে তাঁরা জোর দিয়ে বলেন।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040