সুরের ধারায়, ২৮ জুন
  2019-06-28 09:04:39  cri


প্রিয় শ্রোতা, গত তিনটি অনুষ্ঠানে আমরা নজরুল সংগীত শুনিয়েছিলাম। আজও আমরা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কিছু গান শোনাবো। গানগুলো গেয়েছেন আধুনিক সময়ের বিভিন্ন শিল্পী।

বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

বাংলাদেশের স্বাধীনতার পর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্যস্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তাঁর বসবাসের ব্যবস্থা করেন।ধানমন্ডিতে কবির জন্য একটি বাড়ি প্রদান করেন। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২০তম জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'নজরুল-চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ'।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040