নতুন যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ চীন-জাপান সম্পর্ক গড়ে তুলতে হবে: সি চিন পিং
  2019-06-27 20:18:30  cri
জুন ২৭: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) ওসাকায় জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে'র সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, বর্তমানে দু'দেশের সম্পর্ক অনেক উন্নত। চলতি বছর হল গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সূচনা হবে। চীন জাপানের সঙ্গে যৌথভাবে নতুন যুগের সঙ্গে সংগতিপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন বিশ্বের অর্থনৈতিক অবস্থা জটিলতর হওয়ার প্রেক্ষাপটে আয়োজন করা শুরু হয়েছিল। এ সম্মেলন শুরু থেকেই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। আশা করা যায়, এবারের শীর্ষ সম্মেলনে বিভিন্ন পক্ষ বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য সুরক্ষার প্রশ্নে একমত হবে। (ছাই/আলিম/স্বর্ণা)

http://m.news.cctv.com/2019/06/27/ARTIh0xNjESBHYo6StmOwGiO190627.shtml

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040