যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল তত্পরতা বন্ধ করতে তাগিদ দিল বেইজিং
  2019-06-27 20:13:13  cri
জুন ২৭: চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চলতি বছর যুক্তরাষ্ট্র ৭টি চীনা প্রতিষ্ঠান বা সংস্থাকে তার তথাকথিত 'নিষেধাজ্ঞা তালিকা'য় অন্তর্ভুক্ত করেছে। যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অজুহাতে রফতানি নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার করছে। এতে বাজারের প্রতিদ্বন্দ্বিতার নীতি লঙ্খিত হয় এবং দু'দেশের স্বাভাবিক বিজ্ঞান ও প্রযুক্তির আদান-প্রদান ও বাণিজ্যিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের তত্পরতা চীনা প্রতিষ্ঠান ও মার্কিন প্রতিষ্ঠানগুলোর স্বার্থপরিপন্থিও বটে।

মুখপাত্র বলেন, চীন মনে করেন, দু'দেশের মধ্যে উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা জোরদার ও যোগাযোগ উন্নয়ন জনগণের জন্য অনুকূল এবং দু'দেশ, এমনকি সারা বিশ্বের অভিন্ন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল তত্পরতা বন্ধ করে সহযোগিতার সঠিক পথে ফিরে আসার তাগিদ দেয়। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040