পম্পেওর মন্তব্যের নিন্দা জানালো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-06-27 19:06:59  cri
জুন ২৬: সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ সম্পর্কে ভুল তথ্যসমৃদ্ধ যে-মন্তব্য করেছেন, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তার নিন্দা জানান।

পম্পেও সম্প্রতি ভারত সফরকালে বলেছিলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় ঋণ দিতে কোনো অতিরিক্ত শর্ত আরোপ করা না-হলেও, ঋণগ্রহীতা 'শিকল'-এ আটকা পড়ে। কোনো দেশই সার্বভৌমত্বের পরিবর্তে অবকাঠামো, ডিজিটাল সংযোগ বা জ্বালানিসম্পদ খাতে সহযোগিতা চালাতে রাজি হবে না।

এ প্রসঙ্গে মুখপাত্র কেং শুয়াং প্রশ্ন করেন: যদি সত্যি সত্যি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের অন্তরালে 'শিকল'-এর অস্তিত্ব থাকতো, তবে কেন এতো বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই উদ্যোগের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে?

মুখপাত্র বলেন, কে আসলে তাদের উন্নয়নের জন্য সাহায্য করতে চায়, সব দেশ তা বুঝতে পারে। পম্পেও সর্বত্র মিথ্যা তথ্য প্রচার করেও কোনো সাড়া পাবেন না। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040