নিজেকে আরও উন্মুক্ত করার মাধ্যমে সংরক্ষণবাদ মোকাবিলা করছে চীন: সিআরআই সম্পাদকীয়
  2019-06-27 18:52:32  cri
জুন ২৭: বিগত এক বছরে আন্তর্জাতিক অর্থনীতিসংশ্লিষ্ট বিভিন্ন খবরের মধ্যে নেতিবাচক খবরই ছিল বেশি। একদিকে বৈশ্বিক অর্থনীতি দশ বছর আগে সৃষ্ট আন্তর্জাতিক আর্থিক সংকট কাটিয়ে উঠছে ধীরে ধীরে, অন্যদিকে সংরক্ষণবাদের বিরাট ঝুঁকিও বহন করছে। ওসাকায় অনুষ্ঠেয় জি-টোয়েন্টির শীর্ষ সম্মেলনে বাণিজ্যে সংরক্ষণবাদের তীব্রতা প্রতিরোধে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সোচ্চার হবেন—এমনটা আশা করে গোটা বিশ্ব। এতে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির গতি বাড়বে বলে আশা করা যায়।

২০১৩ সালে চীনা নেতা 'উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলা'-র প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি যুগের উন্নয়ন-প্রবণতা ও বিভিন্ন দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। অনেক বছর ধরে চীন এ প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছে।

গত মার্চে চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থায় 'বিদেশি বাণিজ্য ও বিনিয়োগ আইন' গৃহীত হয়। এর ফলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পৃথক পৃথকভাবে চীনে বিনিয়োগ বেড়েছে। গত মে মাস পর্যন্ত চীন ৩৬৯.০৬ বিলিয়ন ইউয়ান আরএমবির সমপরিমাণ বিদেশি বিনিয়োগ ব্যবহার করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬.৮ শতাংশ বেশি।

শুধু আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য নয়, উন্মুক্তকরণের পথে চীনের আরেক ধাপ এগিয়ে যাওয়া উন্নয়নশীল দেশগুলোর জন্যও কল্যাণকর। কেনিয়ার 'ডেভেলপমেন্ট রিইমাজিন্ড' নামক প্রতিষ্ঠানের সিইও হান্নাহ ওয়ানজিয়ে রাইডার আশা করেন, উন্নত অর্থনৈতিক সত্তাও চীনের মতো সকল বাণিজ্য-বাধা দূর করতে সক্ষম হবে এবং আফ্রিকা বৈশ্বিক অর্থনীতি-উন্নয়ন প্রবণতায় আরও ভালোভাবে শরিক হতে পারবে। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040