ইরান-পরমাণুচুক্তি সার্বিকভাবে কার্যকর করতে হবে: বেইজিং
  2019-06-27 18:48:13  cri
জুন ২৭: ইরান-পরমাণুচুক্তি হচ্ছে বহুপক্ষবাদের গুরুত্বপূর্ণ সাফল্য। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত সামগ্রিক পরিস্থিতি ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দৃঢ়ভাবে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ধারা মেনে চলা এবং চুক্তিটি কার্যকর করা। জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি উ হাই থাও গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে আয়োজিত ইরানের পরমাণু সমস্যাসম্পর্কিত এক প্রকাশ্য সভায় এ কথা বলেন।

তিনি বলেন, ইরান-পরমাণুচুক্তিটি নিরাপত্তা পরিষদে অনুমোদিত বহুপক্ষীয় চুক্তি। চুক্তির আন্তর্জাতিক আইনি মর্যাদা আছে এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থা ও মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা সুরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আণবিক সংস্থা টানা ১৫ বার বলেছে যে, ইরান চুক্তির শর্ত মেনে চলছে। চীন ইরানের এই প্রচেষ্টার প্রশংসা করে। চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে সরে আসা দুঃখজনক। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040