দ্বিতীয় চীন-ব্রিটেন আর্থ-বাণিজ্যিক ফোরাম লন্ডনে অনুষ্ঠিত
  2019-06-27 18:43:27  cri
জুন ২৭: ব্রিটেনে চীনা ব্যবসায়ী সমিতি গতকাল (বুধবার) লন্ডনে 'গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন ও দ্বিতীয় চীন-ব্রিটেন আর্থ-বাণিজ্যিক ফোরাম' আয়োজন করে। দু'দেশের সরকার, শিল্প ও বাণিজ্য, গণমাধ্যমসহ বিভিন্ন মহলের প্রায় ২৫০ জন প্রতিনিধি ফোরামে অংশ নেন। ফোরামের মূল প্রতিপাদ্য ছিল: 'উন্মুক্ত, সহযোগিতা ও অভিন্ন উপভোগ'।

ফোরামের দু'টি আলোচ্য বিষয় ছিল: 'চীন-ব্রিটেন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন পর্যালোচনা ও সহযোগিতার নতুন সুযোগ' এবং "চীনের বৈদেশিক উন্মুক্তকরণের নতুন ব্যবস্থা ও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় চীন-ব্রিটেন সহযোগিতা"।

ব্রিটেনে চীনা রাষ্ট্রদূত লি স্যিয়াও মিং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চীন-ব্রিটেন আর্থ-বাণিজ্যিক ফোরাম হল দু'দেশের শিল্প ও বাণিজ্য মহলের চিন্তাভাবনা বিনিময়, যোগাযোগ, সহযোগিতা জোরদার ও উন্নয়নের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। চীনা প্রতিষ্ঠানগুলো ব্রিটেনে অব্যাহতভাবে উন্নত হচ্ছে।

উল্লেখ্য, ব্রিটেনে চীনা ব্যবসায়ী সমিতি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040