প্রথম চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক মেলায় চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছাবাণী
  2019-06-27 17:03:29  cri

জুন ২৬: প্রথম চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক মেলা আজ (বৃহস্পতিবার) চীনের হুনান প্রদেশের ছাংশা শহরে শুরু হয়। তিন দিনব্যাপী এই মেলা উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং একটি শুভেচ্ছাবাণী পাঠান।

বাণীতে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও আফ্রিকা পরস্পরের ভাল বন্ধু, অংশীদার ও ভ্রাতা। অনেক দিন ধরে দু'পক্ষ সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে বাস্তব সহযোগিতা চালিয়ে আসছে। দু'পক্ষের সহযোগিতা ফলপ্রসু এবং জনগণের জন্য কল্যাণকর।

তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক মেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। দু'পক্ষের সরকার, স্থানীয় সরকার, থিংকট্যাংক, শিল্পপ্রতিষ্ঠান এবং আর্থিক সংস্থা মেলায় অংশগ্রহণ করবে এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040