ব্রিক্স থিংকট্যাংক আন্তর্জাতিক ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত
  2019-06-26 19:37:17  cri

জুন ২৬: আজ (বুধবার) ব্রিক্সের প্রথম থিংকট্যাংক আন্তর্জাতিক ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। ফোরামের মূল প্রতিপাদ্য হচ্ছে: 'বিশ্ব প্রশাসন এবং বহুপক্ষবাদ'। ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা 'একতরফাবাদ প্রবণতার প্রেক্ষাপটে ব্রিক্স দেশগুলোর যেভাবে বহুপক্ষবাদ রক্ষা করা উচিত', 'বৈশ্বিক উন্নয়ন ও প্রশাসনে ব্রিক্স দেশগুলোর দায়িত্ব ও অবদান', 'বৈশ্বিক অর্থ-বাণিজ্য ব্যবস্থার নিয়মকানুন পুনর্গঠনে ব্রিক্স দেশগুলোর ভূমিকা' এবং 'নতুন শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে বিশ্ব-প্রশাসনে ব্রিক্স দেশগুলোর ভূমিকা'—এই চারটি মুল বিষয় নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জাতীয় পরিষদের উন্নয়ন গবেষণাকেন্দ্রের উপপ্রধান লুং কুও ছিয়াং বলেন, বিশ্বের প্রশাসনব্যবস্থা একটি খুব জটিল ব্যবস্থা। প্রশাসননীতি তৈরী করার সময় সদস্যদেশগুলোর মধ্যে সমতা বিধানের দিকে খেয়াল রাখতে হবে এবং উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় নতুন বাজার ও উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা বৃদ্ধির প্রেক্ষাপটে, বিদ্যমান বাণিজ্যিক নিয়মগুলোর যথাযথ পরিবর্তনও কাম্য। ব্রিক্স দেশগুলো হচ্ছে উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধি। এসব দেশের উচিত বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারকে সহযোগিতার নতুন বিষয় হিসেবে নিয়ে যৌথ গবেষণা চালানো। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040