চীন-আফ্রিকা সহযোগিতা বৈশ্বিক উন্নয়নের ইতিবাচক শক্তি: সিআরআই সম্পাদকীয়
  2019-06-26 19:05:25  cri
জুন ২৬: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত কার্যকর সমন্বয়কমিটির সম্মেলন এ সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে অভিনন্দনবার্তা পাঠান। তিনি অভিনন্দনবার্তায় বলেন, চীন ও আফ্রিকার উচিত যৌথ বাণিজ্য, যৌথ নির্মাণ এবং যৌথ উপভোগের নীতিতে অবিচল থাকা, যাতে আরও কার্যকর চীন-আফ্রিকা অভিন্ন মানব ভাগ্যের কমিউনিটি গড়ে তোলা যায়। ২৭ জুন সম্মেলন শুরু হয়। এদিকে, প্রথম চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক মেলা চীনের ছাংশা শহরে অনুষ্ঠিত হবে। মেলার লক্ষ্য হলো দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার নতুন পদ্ধতি ও ব্যবস্থা নিয়ে আলোচনা করা।

গত সেপ্টেম্বর মাসে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজিত হয়। এটি চীন-আফ্রিকা যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। বেইজিং শীর্ষ সম্মেলনের পর বিভিন্ন পর্যায়ে চীন-আফ্রিকা সহযোগিতা আরও উন্নত হয়েছে। এক্ষেত্রে ধারাবাহিক সাফল্যও অর্জিত হয়েছে। যেমন, চীন ও আফ্রিকা যৌথভাবে 'শান্তি, নিরাপত্তা তত্পরতা সংলাপ সম্মেলন' আয়োজন করেছে। চীন জাতীয় পর্যায়ে আফ্রিকা গবেষণা থিঙ্ক ট্যাঙ্ক 'আফ্রিকা গবেষণা একাডেমি' প্রতিষ্ঠা করেছে। আগামী তিন বছরে চীন আফ্রিকার সঙ্গে ৮৮০টিরও বেশি সহযোগিতা-পরিকল্পনা বাস্তবায়ন করবে।

চীন হল বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। আর আফ্রিকা হল উন্নয়নশীল দেশসমৃদ্ধ মহাদেশ। দু'পক্ষের লোকসংখ্যার পরিমাণ বিশ্বের মোট লোকসংখ্যার ৩৪ শতাংশ। চীন ও আফ্রিকার উন্নয়ন মানে বিশ্বের উন্নয়ন। চীন ও আফ্রিকা যৌথভাবে বহুপক্ষবাদ রক্ষা করবে। রাজনীতিক ইয়ৌওয়েরি কাগুতা মুসেভেনি বলেন, আফ্রিকার উচিত চীনের সঙ্গে জাতিসংঘসহ বহুপক্ষীয় বিষয়ে যোগাযোগ ও সমঝোতা জোরদার করা। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040