চীন-আফ্রিকা শিক্ষা সহযোগিতা ও সাংস্কৃতিক যোগাযোগ আন্তর্জাতিক সেমিনার চেচিয়াংয়ে অনুষ্ঠিত
  2019-06-26 19:03:56  cri
জুন ২৬: দু'দিনব্যাপী চীন-আফ্রিকা শিক্ষা সহযোগিতা ও সাংস্কৃতিক যোগাযোগ আন্তর্জাতিক সেমিনার আজ (বুধবার) চেচিয়াং প্রদেশের চিনহুয়া শহরে অবস্থিত চেচিয়াং নর্মাল বিশ্ববিদ্যালয়ের আফ্রিকা গবেষণা একাডেমিতে শুরু হয়। নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও চীনের ১০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার প্রায় ৮০ জন বিশেষজ্ঞ উচ্চ পর্যায়ের শিক্ষাব্যবস্থাপনা, শিক্ষার ভিত্তিতে দারিদ্র্যবিমোচন ও আফ্রিকার উন্নয়ন, কনফুসিয়াস একাডেমি, এবং চীন-আফ্রিকা সাংস্কৃতিক যোগাযোগ ইস্যুতে মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চেচিয়াং নর্মাল বিশ্ববিদ্যালয়ের চীন-আফ্রিকা শিক্ষা সহযোগিতা গবেষণাকেন্দ্র উদ্বোধন করা হয়। কেন্দ্রটি নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়, ইবাদান বিশ্ববিদ্যালয়, জস বিশ্ববিদ্যালয়, মোদিপো অ্যাডামা ইউনিভার্সিটি অব টেকনোলজি, বেনিন বিশ্ববিদ্যালয়, দক্ষিণ আফ্রিকার স্টেলেনবোস বিশ্ববিদ্যালয় এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের মোট দশ জন অধ্যাপককে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করে। এ ছাড়াও, ফোরামে চেচিয়াং নর্মাল বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো 'চীন-দক্ষিণ আফ্রিকা সাংস্কৃতিক যোগাযোগ উন্নয়ন প্রতিবেদন' প্রকাশ করে। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040