কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত: চীনা মুখপাত্র
  2019-06-26 19:01:19  cri
জুন ২৬: হাভানার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিউবার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জনগণের জন্য বড় ক্ষতির কারণ। এ নিষেধাজ্ঞা তাড়াতাড়ি তুলে নেওয়া উচিত। এটা শুধু চীনের মত নয়, জাতিসংঘের অধিকাংশ সদস্যদেশের মত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন সবসময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোর বাইরে গিয়ে, একতরফাভাবে কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে। পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতাই সঠিক পথ। যুক্তরাষ্ট্র ও কিউবা পরস্পরের প্রতিবেশী। দু'দেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিক হওয়া উচিত। নিষধাজ্ঞা তুলে নেওয়া হলে দু'দেশের জন্যই তা হবে কল্যাণকর। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040