সুরের ধারায়---স্নাতকের সময়
  2019-08-09 09:56:16  cri


জুন মাস চীনে গরমকালের শুরু এবং স্কুল সময়ের শেষ। এ সময় চীনের শিক্ষার্থীরা স্নাতক পাস করে। স্নাতক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় প্রিয় বন্ধুদের সঙ্গে বিচ্ছেদের দুঃখ তৈরি হয়, আবার নতুন জীবন শুরুর সময়ও এটি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা স্নাতক-সম্পর্কিত কিছু সুন্দর চীনা গান শুনবো।

বলা যায়, স্কুলের সময়টি আমাদের জীবনের সবচেয়ে ভাবনাহীন ও আলো ঝলমলে সময়। এ সময়ে মানুষের অফুরন্ত প্রাণশক্তি থাকে। সব কাজ করার সাহস ও ভবিষ্যত নিয়ে অনেক প্রত্যাশা থাকে। এ সময় জীবনে বাড়তি কোনো চাপ থাকে না। তাই অনেকেই জীবনের সুন্দর এ সময়টি ধরে রাখতে চান। যাতে ভবিষ্যতে আবারও যৌবনের উত্তাল দিনগুলোতে ফিরে যাওয়া যায়। বন্ধুরা এখন চীনা গান 'যৌবনের স্মরণিকা' শুনব। এখানে এমন সব ইচ্ছার কথাই বলা হয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি।

গার্ডেনিয়া চীনের দক্ষিণাঞ্চলে খুব সাধারণ ও জনপ্রিয় একটি ফুল। জুন মাসেই এ ফুল ফোটে। ফুলটির বিশেষ সুগন্ধ রয়েছে। স্নাতক শিক্ষার্থীরা সাধারণত ফুল দিয়ে শুভকামনা জানায়। ধীরে ধীরে গার্ডেনিয়া ফোটার এ সময়টি স্নাতক পাসের প্রতীকী সময়ে পরিণত হয়েছে। বন্ধুরা, এখন শুনুন জনপ্রিয় গান, 'গার্ডেনিয়া ফোটা'।

চীনে স্নাতক পাসের সময়টি গরমকাল। স্নাতকের স্মৃতি তাই গরমকালের সঙ্গে জড়িত। বন্ধুরা, এবারে আমরা শুনবো একটি সুন্দর গান 'সে বছরের গরমকাল'। গানে বলা হয়: সেই গরমকালে, তুমি আমার পাশে বসো, রাতের বাতাসে তোমার গান ভেসে বেড়ায়। সেই সময় পৃথিবী অনেক সুন্দর ছিল! সেই স্মরণীয় সময়ের তোমাকে- আমি খুব মিস করি! বন্ধুরা, চলুন, এখন গানটি শুনি।

অনেকের জন্য স্নাতক সময়টি জীবনের গুরত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে পুরনো জীবনকে বিদায় দিয়ে নতুন জীবনে প্রবেশ করতে হয়। দুঃখ বা অনিচ্ছা যাই হোক-না-কেন, স্কুলের ভাবনাহীন ও আনন্দের সময় আর কখনও ফিরে আসে না; বরং সেসব স্মরণীয় অভিজ্ঞতা মনে রেখে একটি ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের নতুন দিনগুলোকে স্বাগত জানাতে হয়; উজ্জ্বল ভবিষ্যতের জন্য চেষ্টা করতে হয়। বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'হ্যালো, আগামীকাল'।

 

স্কুল জীবনে প্রত্যেকেরই একজন অনুসরণীয় মানুষ থাকে। বন্ধুরা, এবার আমরা শুনবো জনপ্রিয় একটি গান 'আমার পাশে তুমি'। গানের কথায় বলা হয়: আগামীকাল তুমি কি গতকালের লেখা ডায়রির কথা মনে রাখবে? আগামীকাল তুমি কি গতকালের কান্নার কথা মনে রাখবে? শিক্ষকরা তো ভুলে গেছেন, ক্লাসে তুমি প্রশ্নের জবাব দিতে পারনি। আমি অতীতের ছবি দেখে তোমাকে মিস করি। এখন তোমার জীবন কেমন চলছে? কে তোমার ডায়রি দেখছে? কার সঙ্গে তোমার বিয়ে হয়েছে?

স্নাতকের সময় আপনি কি কি স্মরণীয় কাজ করেছেন? চীনের শিক্ষার্থীদের ছবি তোলা ও উপহার পাঠানোর পাশাপাশি প্রিয় বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাওয়াও বেশ জনপ্রিয়। ভালো বন্ধুদের সঙ্গে স্কুলজীবনের শেষ সুন্দর দিন কাটানো খুবই স্মরণীয় ব্যাপার তাই না? বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'গতকালের নীল আকাশ'।

স্নাতক জীবনে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে অনেক কথা হয়। হয়তো কিছু কথা সহজে বলা যায় না। গানের মধ্য দিয়েই সেসব কথা বলতে হয়! 'বিদায় বলো না' এই গানে বলা হয়: "বিদায় বন্ধু, অনেক কৃতজ্ঞ আমি। বিদায় বন্ধু, আমাদের আর কোনো কাজ নেই, তাই তোমাকে চিঠি লিখছি। এখন সত্যি বিদায় জানাই। নিশ্চয়ই আমাদের ভবিষ্যত উজ্জ্বল হবে; আমাদের নিশ্চয়ই আবারও দেখা হবে"। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে একসঙ্গে সুন্দর চীনা গান 'বিদায় বলো না' শুনবো।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040