সুরের ধারা-ছুয়ান ছি ইয়ুয়ে ফাং-এর বাজানো চীনের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত(৫)
  2019-06-25 18:56:25  cri

সুপ্রিয় শ্রোতা, শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান 'সুরের ধারা'। আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের 'ছুয়াং ছি ইয়ুয়ে ফাং' নামক একটি ব্যান্ডের বাজানো ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের আধুনিককরণ রুপে কয়েকটি সুর শোনাবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

(রি ১) বন্ধুরা, যে সুর মাত্র শুনলেন সেটা হল চীনের 'ছুয়ান ছি ইয়ুয়ে ফাং' বাজানো 'ইয়ু ল্য শেং ফিং' সুরটি। শুনুন, এ ব্যান্ডের আরেকটি সুর 'ইউয়ে আর কাও'। (রি ২)

শুনুন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বা উ দিয়ে বাজানো সুর 'ইয়ু ক্য'। (রি ৩)

'ইয়ু চৌ ছাং ওয়ান' হলো চীনের ঐতিহ্যবাহী সঙ্গীতি। জেলে সারা দিন বাইরে মাছ ধরার পরে বাসায় ফিরে যাওয়ার সময় যে গান গায় তার সুর। এবার শুনুন তাদের বাজানো 'ইয়ু চৌ ছাং ওয়ান' সুরটি। (রি ৪)

চীনের ভিন্ন অঞ্চলের ভিন্ন ঐতিহ্যবাহী সুর আছে। শুনুন চীনের শাংহাই অঞ্চলের ঐতিহ্যবাহী 'ইয়ু ফু রোং' সুরটি। (রি ৫)

এবারের শুনুন চীনের কুয়াং তুং অঞ্চলের ঐতিহ্যবাহী সুর 'ইয়ু তা পা চিয়াও' সুরটি। ( রি ৬)

সুপ্রিয় শ্রোতা, আজ বিদায় নিতে হচ্ছে। আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্তই। আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। চাই চিয়ে। (স্বর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040