"চীনা গল্প বলা—১০০টি দেশের যুবসমাজের মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি নিয়ে আলোচনা" বক্তৃতা প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে
  2019-06-25 14:58:31  cri

'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি' ধারণাটি পেশ করার সঙ্গে সঙ্গে, চীন ও বিশ্বের বিভিন্ন দেশের বিনিময় ও সহযোগিতা আরো গভীর হয়ে উঠেছে। চলতি বছর, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে "চীনা গল্প বলা—১০০টি দেশের যুবকের মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি নিয়ে আলোচনা" প্রতিযোগিতায় প্রায় ৮০টি দেশের ১১৫জন প্রতিযোগীর মধ্যে ১৫জন নির্বাচিত হয়েছে এবং ফাইনালে অংশগ্রহণ করেছে।

ইতালি, মেক্সিকো, মঙ্গোলিয়া, বেনিন, স্পেন, মিশর, হাঙ্গেরি, রাশিয়া, জাপান, পাকিস্তান, ভিয়েতনাম, ফ্রান্স, নেপাল, তুরস্ক, জিম্বাবুয়ের থেকে ১৫জন ফাইনাল প্রতিযোগী একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করে এবং "মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি" এর মতামত জানাতে এবং চীনের সঙ্গে তাদের গল্পগুলি ভাগাভাগি করেছে। শেষ পর্যন্ত, ইতালি থেকে আলাই গ্র্যান্ড পুরস্কার জিতে নেন। অবশ্য মঙ্গোলিয়ান, ভিয়েতনামি এবং ফ্রেঞ্চ প্রতিযোগীরাও এতে বিজয়ী হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040