মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের 'শতাব্দির চুক্তি'; ফিলিস্তিনের বিরোধিতা
  2019-06-23 18:59:53  cri

জুন ২৩: মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে গতকাল (শনিবার) যে 'শতাব্দির চুক্তি'-র প্রস্তাব দেওয়া হয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।

ফিলিস্তিনের ফাতাহর মুখপাত্র আজ (রোববার) এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব আসলে 'আরবদের অর্থ কাজে লাগিয়ে ফিলিস্তিন-ইসরাইল বিরোধের রাজনৈতিক সমাধানের লক্ষ্যকে উপেক্ষা' করার প্রয়াস। আর হামাসের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিনের সমস্যাকে অর্থনৈতিক ও মানবিক সমস্যা হিসেবে দেখানোর অপচেষ্টা চালিয়েছে। অন্যদিকে, জিহাদের নেতারা বলেন, মার্কিন প্রস্তাব হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের তথাকথিত উপায়, যা ফিলিস্তিনিদের অধিকার ও রাজনৈতিক চাহিদা পূরণে সক্ষম নয়।

এদিকে, গতকাল (শনিবার) ফাতাহ কেন্দ্রীয় কমিটির সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সারা পৃথিবীর ফিলিস্তিনিদেরকে ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে মার্কিন প্রস্তাবের বিরোধিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের 'শতাব্দির প্রস্তাব'-এ আগামী দশ বছরে ফিলিস্তিনে ৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এবং ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হযেছে। প্রস্তাবে জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা অঞ্চলকে মধ্যপ্রাচ্য তথা বিশ্ব-বাজারের অংশে পরিণত করা এবং ফিলিস্তিনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা বাড়ানোর কথাও বলা হয়েছে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040