ট্রাম্পের চিঠি পেলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা
  2019-06-23 16:24:40  cri
জুন ২৩: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের-হাতে-লেখা একটি চিঠি পেয়েছেন। আজ (রোববার) উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

বার্তাসংস্থার খবর অনুযায়ী, কিম জং-উন চিঠি পড়ে সন্তোষ প্রকাশ করেন এবং চিঠিতে ভালো কথা আছে বলে উল্লেখ করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক প্রজ্ঞা ও অসাধারণ সাহসের প্রশংসা করেন এবং চিঠিতে উল্লেখিত প্রস্তাবগুলো ভালো করে বিবেচনা করবেন বলে জানান।

উত্তর কোরিয়ার গণমাধ্যমে কিম জং-উনের একটি ছবিও ছাপা হয়, যাতে তাঁকে চেয়ারে বসে একটি চিঠি পড়তে দেখা যায়। তবে, চিঠির বিষয়বস্তু বা চিঠিটি তিনি কবে পেয়েছেন, সে-সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয়নি। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040