সামাজিক ন্যায্যতা নিশ্চিত করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: জাতিসংঘ মহাসচিব
  2019-06-22 16:52:31  cri
জুন ২২: বিশ্ব বর্তমানে গভীর উদ্বেগ আর অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায়, শুধু মানুষকেন্দ্রিক সামাজিক ন্যায্যতা নিশ্চিত করার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করা সম্ভব। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (শুক্রবার) আন্তর্জাতিক শ্রম ও শ্রমিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম ও শ্রমিক সংস্থা প্রতিষ্ঠার ১০০ বছর পর, বর্তমানে বিশ্ব জলবায়ু সংকট, লোকসংখ্যার কাঠামো সমস্যা, এবং প্রযুক্তি ও সমাজসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যায় জর্জরিত। এসব সমস্যা কাজ ও কাজের পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলছে।

মহাসচিব বলেন, বিশ্বব্যাপী বিরাট অর্থনৈতিক সাফল্য অর্জিত হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সম্পদের সুষম বন্টন হচ্ছে না। বহুপক্ষবাদও ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

তিনি আরও বলেন, কাজ ও কাজের পরিবেশ উন্নয়নে সরকারি বরাদ্দ বাড়ানো দরকার। বিশেষ করে, শিক্ষার্থীদের জন্য 'আজীবন শিক্ষার' ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক শ্রম ও শ্রমিক সম্মেলন ১০ থেকে ২১ জুন পর্যন্ত জেনিভায় অনুষ্ঠিত হয়। ১৮৭ সদস্যদেশের ৫ হাজারেরও বেশি প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040