রোববারের আলাপন-190623
  2019-06-23 19:02:39  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা চীনের নারী ভলিবল দলের একটি খবর আপনাদের সাথে শেয়ার করবো, কেমন?

টুটুল: ৩:২ পয়েন্টে ইতালির দলকে পরাজিত করেছে চীনের নারী ভলিবল দল

প্রিয় বন্ধুরা, তিনদিন ব্যাপী 'এফআইভিবি ভলিবল নেশন্স লিগ হংকং-২০১৯' সম্প্রতি হংকংয়ে সমাপ্ত হয়েছে। শেষ খেলায় ৩:২ পয়েন্টে ইতালির দলকে পরাজিত করেছে চীনের নারী ভলিবল দল। 'এফআইভিবি ভলিবল নেশন্স লিগ হংকং-২০১৯'র শেষ খেলা ইতালি এবং চীনের নারী ভলিবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমে ইতালি দুই সেটে জয় লাভ করে। তারপর খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় তিন সেটে জয় লাভ করে চীন।

খেলা শেষে চীনের নারী ভলিবল দলের কোচ লাং পিং বলেন, "আজকের খেলা খুব চমত্কার। ইতালি দল খুবই শক্তিশালী। এ খেলার মাধ্যমে আমাদেরকে অব্যাহতভাবে শিখতে হবে, উন্নতি করতে হবে। পাশাপাশি হংকংয়ের দর্শকদের অনেক ধন্যবাদ, তারা বরাবরই আমাদেরকে উত্সাহিত করে থাকেন, তাদের সমর্থনে আমরা আরো সুষ্ঠুভাবে খেলতে পারবো"।

চীনা দলটির ক্যাপ্টেন চু থিং খেলা শেষে সাংবাদিক সম্মেলনে দর্শকদের সমর্থন ও দলের খেলোয়াড়দের চেষ্টার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এ বারের খেলায় জয় লাভ করায় তিনি অনেক খুশি। দলটি অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। খেলার পারফর্মেন্স নিয়ে তিনি বলেন, "শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাওয়া সহজ নয়। আমার ধারণা, আমরাও অনেক ভুল করেছি, আশা করি এ খেলার মাধ্যমে আমাদের নিজেদের দুর্বলতাগুলো দেখতে পারবো, তারপর অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবো"।

খেলা শেষে ইতালি দলের কোচ মাযযান্তি দেভিদে বলেন, "আজ আমি খুশি নয়, কারণ আমরা খেলায় হেরে গেছি। তবে আমরা ভাবছি আমরা আমাদের সবচেয়ে ভালো অবস্থানে আছি। এ খেলায় চীনের দল জয় লাভ করেছে, কিন্তু আমি আমাদের ইতালি দলের পারফর্মেন্সের জন্য খুব খুশি,এটা হচ্ছে আমাদের নতুন আরম্ভ বিন্দু"।

এবারের এই লিগে চীনের দল ৩টি খেলায় জয় লাভ করে। এ ছাড়া, ইতালি ২টিতে জয় ও ১টিতে পরাজয়, জাপান ১টিতে জয় ও ১টিতে পরাজয় এবং হল্যান্ড ৩টিতেই পরাজিত হয়।

আকাশ: বন্ধুরা, এখন আমরা চীনের ফুটবল সংক্রান্ত খবর আপনাদের সাথে শেয়ার করবো।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সম্প্রতি প্যারিসে একটি বিশেষ প্রতিনিধি সম্মেলন আয়োজন করে। এতে চীন 'এশিয়া কাপ ২০২৩' আয়োজনের যোগ্যতা অর্জন করে। এর আগে ২০০৪ সালে এশিয়া কাপ আয়োজন করেছিলো চীন।

চীনা স্পোর্টসের সাধারণ প্রশাসনের উপ-প্রধান তু চাও ছাই বলেন, এশিয়া কাপের মাধ্যমে চীনের ফুটবল উন্নয়নকে এগিয়ে নেয়া যাবে, পাশাপাশি এটি একটি ভালো প্ল্যাটফর্মও। এএফসির প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা চীনের ফুটবল অ্যাসোসিয়েশনকে অভিনন্দন জানান। তিনি বলেন, এটা এশিয়ার ফুটবলের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

টুটুল ভাই, আমরা আগের অনুষ্ঠানে বলেছি, ফুটবল সংক্রান্ত একটি সেমিনারে কোচের উন্নয়ন ও তরুণ ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ নিয়ে মতবিনিময় করেন প্রতিনিধিরা। তারা মনে করেন, এটি চীনের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমিও তাই মনে করি। আশা করি এশিয়া কাপ আয়োজনের মাধ্যমে চীনের ফুটবলের উন্নয়নের জন্য আরো পরিবেশ সৃষ্টি করা হবে এবং ইতিবাচক ব্যবস্থা নেয়া হবে। আশা করি দেশে আরো বেশি সুযোগ-সুবিধা, যেমন- ফুটবল মাঠ, কোচ, প্রশিক্ষণ ইত্যাদি বাড়ানো হবে। এতে সাধারণ ফুটবল-প্রেমিকের সুবিধা হবে । টুটুল, তোমার মতামত কি?

টুটুল:

আকাশ:বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের কিছু খেলাধুলার খবর আপনাদের সাথে শেয়ার করবো, কেমন?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040