বাণিজ্যিক উত্তেজনা প্রশমনে জি-২০ নেতাদের আহ্বান জানালেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক
  2019-06-21 15:28:14  cri

জুন ২১: ২০১৯ জি-২০ শীর্ষসম্মেলন আগামী ২৮ জুন জাপানের ওসাকায় অনুষ্ঠিত হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো গতকাল (বৃহস্পতিবার) জেনিভায় বলেন, বিশ্ব বাণিজ্যের বর্তমান উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনের যে কোনো ব্যবস্থা জনপ্রিয় হবে। তিনি আশা করেন, ওসাকায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষসম্মেলনের নেতারা এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবেন।

আজেভেদো বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা আগামী সপ্তাহে সর্বশেষ তথ্য প্রকাশ করবে। সে সম্পর্কে তিনি জোর দিয়ে বলেন, শুধু আহ্বানই যথেষ্ট নয়, বিশ্বনেতাদের অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন প্রায়শই আন্তর্জাতিক বাণিজ্যের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। আজেভেদো আশা করেন, এই বাণিজ্যিক সীমাবদ্ধতা কাটাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনা শুধুমাত্র বাণিজ্যিক সমস্যার কারণে নয়, বরং ভূরাজনীতির বিভিন্ন বিষয় এতে যুক্ত হয়েছে। এর অনেক নেতিবাচক প্রভাব রয়েছে; যা কারও জন্য কল্যাণকর নয়।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040