সুরের ধারায়, ২১ জুন
  2019-06-21 15:04:21  cri


 

বাংলা সাহিত্য জগতে নজরুলের আবির্ভাব একেবারে উল্কার মতো! হঠাৎ করে একদিন তিনি সাহিত্যাকাশে আবির্ভুত হয়ে চতুর্দিক রাঙিয়ে চলে যান। খুবই অল্প সময় ছিল তার মেধার ঝলকানি। কিন্তু অল্প সময়ে সে দানে আজও সমৃদ্ধ বাংলা সাহিত্য জগত।

নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, নজরুল ইতিহাস ও সময় সচেতন মানুষ ছিলেন যার প্রভাব তাঁর লেখায় স্পষ্টভাবে পাওয়া যায়। তুরস্কে কামাল পাশার নেতৃত্বে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা, রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব আর ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তরঙ্গকে নজরুল তাঁর সাহিত্যে বিপুলভাবে ধারণ করেছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040