চীনের দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা শিখতে পারে সারা বিশ্ব:ডাব্লিউএফপি'র কর্মকর্তা
  2019-06-21 14:56:24  cri
জুন ২১: চীনের রাষ্ট্রীয় খাদ্য ও সামগ্রী মজুত ব্যুরো এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বিভাগ (ডাব্লিউএফপি) সম্প্রতি চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শহরে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সম্পর্কিত এক স্মারকলিপি স্বাক্ষর করেছে। দু'পক্ষ ভবিষ্যতে খাদ্য ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করবে, চীনের খাদ্য মজুত ব্যবস্থার পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রের প্রযুক্তি ও অভিজ্ঞতাকে উন্নয়নশীল দেশে সম্প্রচার করবে এবং বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে চীনের রাষ্ট্রীয় খাদ্য ও সামগ্রী মজুত ব্যুরোর প্রধান চাং উ ফেং বলেন, নয়া চীন প্রতিষ্ঠার ৭০ বছরে চীনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। খাদ্য সরবরাহ আগের অভাব থেকে বর্তমানের ভারসাম্য অবস্থায় উন্নীত হয়েছে। তা চীনের অর্থনীতি এবং সমাজের টেকসই সুষ্ঠু উন্নয়নকে ত্বরান্বিত করেছে এবং বিশ্বের খাদ্য নিরাপত্তার জন্য ইতিবাচক অবদান রেখেছে।

ডাব্লিউএফপির উচ্চ পদস্থ কর্মকর্তা স্টানলেক সামকানজি মনে করেন, চীনের অভিজ্ঞতাকে শিখতে পারে বিভিন্ন দেশ। তিনি বলেন, দারিদ্র বিমোচনের লক্ষ্য বাস্তবায়ন করতে চাইলে চীনের সক্রিয় অংশগ্রহণ দরকার। আমরা দারিদ্র বিমোচনে চীনের সফল অভিজ্ঞতা শিখতে চাই। চীন হল বিশ্বে আমাদের দারিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ অংশীদার। (শুয়েই/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040