ফিলিপিন্সে হুয়াওয়ে'র সরবরাহে প্রথম ৫জি ব্যবসা নেটওয়ার্ক চালু
  2019-06-21 11:20:56  cri
জুন ২১: গতকাল (বৃহস্পতিবার) ফিলিপিন্সের টেলিযোগাযোগ শীর্ষ কোম্পানি গ্লোবাল কোম্পানি আনুষ্ঠানিকভাবে দেশটিতে প্রথম ৫জি ব্যবসা নেটওয়ার্ক চালু করেছে, এর সরঞ্জাম প্রধানত হুয়াওয়েইর কাছ থেকে আমদানি করা হয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ায় প্রথম ৫জি রাষ্ট্রে পরিণত হয়েছে ফিলিপিন্স।

গ্লোবাল টেলিযোগাযোগ কোম্পানির সিইও আলবার্তো লারাসাভার বলেছেন, তাদের ৫জি নেটওয়ার্ক হুয়াওয়েই কোম্পানির সরঞ্জাম ব্যবহার করছে।এ প্রযুক্তির প্রয়োগে স্থানীয় ইন্টারনেট ট্রান্সমিশনের গতি প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইটে দাঁড়াতে সক্ষম।

জানা গেছে, ফিলিপিন্সের দুটি টেলিযোগাযোগ কোম্পানি গ্লোবাল ও পিএলডিটি দীর্ঘকাল ধরে হুয়াওয়েই কোম্পানির প্রযুক্তি ব্যবহার করছে। তারা হুয়াওয়েই'র সাথে সহযোগিতামূলক চুক্তিও স্বাক্ষর করেছে।(সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040