বেইজিংয়ে জার্মানির অর্থ ও জ্বালানি-মন্ত্রীর সঙ্গে চীনা উপ-প্রধানমন্ত্রীর বৈঠক
  2019-06-21 11:09:44  cri

জুন ২১: চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হ্য গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে সফররত জার্মানির অর্থ ও জ্বালানি-মন্ত্রী পিটার আল্টমেইর -এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

লিউ হ্য বলেন, বর্তমানে চীন-জার্মান সম্পর্ক উন্নয়নের প্রবণতা ভাল, দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠ এবং পারস্পরিক আস্থা জোরদার হচ্ছে। আশা করা যায়, দু'পক্ষ এ সুযোগ ধরে, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাস্তব সহযোগিতা জোরদার করবে। এতে দু'দেশের কোম্পানি ও জনগণ উপকৃত হবে। দু'দেশের সহযোগিতা বিশ্ব অর্থনৈতিক প্রশাসন এগিয়ে নিয়ে যাবে এবং একসাথে বিশ্বের সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষা করবে।

আল্টমেইর বলেন, দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্ব দেয় তাঁর দেশ। চীনের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছা রয়েছে জার্মান কোম্পানির। জার্মানি চীনের সঙ্গে সমঝোতা বাড়িয়ে নানা ক্ষেত্রের সহযোগিতা জোদার করতে ইচ্ছুক। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040