ব্রিটিশ পরবর্তী প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে রক্ষণশীল পার্টির দুই প্রার্থীর চূড়ান্ত নির্বাচনে প্রবেশ
  2019-06-21 11:08:48  cri

জুন ২১: স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) বিকেলে,ব্রিটিশ রক্ষণশীল পার্টির পঞ্চম দফার ভোটের ফলাফল প্রকাশিত হয়। ব্রেক্সিট সমর্থক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট রক্ষণশীল পার্টির নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে চূড়ান্ত নির্বাচনে প্রবেশ করেন।

১৩ জুন থেকে, ব্রিটিশ সংসদের নিম্নকক্ষের ৩১৩জন রক্ষণশীল পার্টির সদস্য যথাক্রমে ৫ দফার ভোট করেন এবং ১০জন প্রার্থীর মধ্যে দু'জনকে নির্বাচন করেন। ৫ দফার ভোটে জনসন প্রথম স্থান অর্জন করেন। এর পর ব্রিটেনের ১ লাখ ৬০ হাজার রক্ষণশীল পার্টির সদস্য দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে নেতা নির্বাচন করবে। আগামী সপ্তাহে এ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040