পিয়ংইয়ংয়ে চীনা প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতার বৈঠক
  2019-06-21 11:08:03  cri

জুন ২১: গতকাল (বৃহস্পতিবার) চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান কিম জং-উন পিয়ংইয়ংয়ে এক বৈঠকে মিলিত হন।

সি চিন পিং বলেন, গেল বছর থেকে আমি ও চেয়ারম্যান কিম চার বারের মতো বৈঠক করেছি, তা চীন-উত্তর কোরিয়া সম্পর্কের নতুন অধ্যায় রচনা করে এবং গভীর মৈত্রী তৈরি করে। আমি দু'দেশের মৈত্রী সুসংবদ্ধ করতে এবং কোরীয় উপদ্বীপের রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে এসেছি।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন-উত্তর কোরিয়ার সম্পর্কের ইতিহাসে ফিরে তাকালে বোঝা যায়, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশে অবিচল থাকা হলো দু'দেশের সম্পর্কের মৌলিক বৈশিষ্ট্য; দু'দেশের অভিন্ন প্রত্যাশা ও উদ্দেশ্য হলো দু'দেশের সম্পর্ক এগিয়ে যাবার চালিকাশক্তি; ভৌগলিক ঘনিষ্ঠতা ও ঐতিহ্যিক মৈত্রী ও সাংস্কৃতিক বিনিময় হলো দু'দেশের দৃঢ় মিলন সূত্র।

বর্তমানে দু দেশের সম্পর্ক নতুন ঐতিহাসিক যুগে প্রবেশ করেছে। উত্তর কোরিয়ার সঙ্গে দু'পার্টি দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে, অর্থনীতি ও জীবিকা ক্ষেত্রে ব্যক্তি প্রশিক্ষণ ও ব্যক্তি বিনিময় জোরদার করতে এবং দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন করতে ইচ্ছুক চীন। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, তথ্যমাধ্যম, যুবক ও স্থানীয়সহ নানা ক্ষেত্রে সহযোগিতা করবে।

কিম জং-উন পার্টি, সরকার ও জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট সি'কে স্বাগত জানান। চলতি বছর চীন-উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং গণ প্রজাতন্ত্রীক চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। চীনের সঙ্গে ব্যাপকভাবে উদযাপনী অনুষ্ঠান আয়োজন করতে চায় উত্তর কোরিয়া। চীনের অভিজ্ঞতা শিখে অর্থনীতি ও জীবিকা উন্নয়ন করবে বলে উল্লেখ করেন কিম।

বর্তমান কোরীয় উপদ্বীপের পরিস্থিতি তুলে ধরেন কিম জং-উন। তিনি বলেন, গেল এক বছরে, পরিস্থিতি উত্তেজনাসংকুল না করার জন্য পদক্ষেপ নিয়েছে উত্তর কোরিয়া, তবে সংশ্লিষ্ট পক্ষের ইতিবাচক জবাব পায় নি। উত্তর কোরিয়া সংযম বজায় রাখতে চায়, পাশাপাশি আশা করে সংশ্লিষ্ট পক্ষ তাল মিলিয়ে নিজের যুক্তিযুক্ত উদ্বেগের সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন একটি সমাধান পরিকল্পনা অনুন্ধান করবে। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040