চীনের সিছুয়ান প্রদেশে ভূমিকম্পের উদ্ধারকাজ চলচ্ছে
  2019-06-20 15:10:07  cri

গত ১৭ জুন রাতে চীনের সিছুয়ান প্রদেশের ইপিন শহরের ছাংনিং জেলায় রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ১৮ জুন বিকেল পর্যন্ত ভূমিকম্পে মোট ১৩জন নিহত, ১৯৯জন আহত, প্রায় ১.৪ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের কারণে কোনো কোনো অঞ্চলে পানি, বিদ্যুৎ, যোগাযোগ ইত্যাদি অবকাঠামো ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর সুষ্ঠুভাবে উদ্ধারকাজ চলে।

বন্ধুরা, আজকের সংবাদ পর্যালোচনায় আমি চীনের সিছুয়ান প্রদেশের ভূমিকম্প সম্পর্কে কিছু আলোচনা করবো।

ভূমিকম্প আঘাত হানার পর সিছুয়ান প্রদেশের ভূমিকম্প ত্রাণ পরিচালনা কেন্দ্র দ্রুত গতিতে ৩০০০ মানুষকে দুর্গত অঞ্চলে পাঠায়। তারা অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে। ইপিন শহরে চিরুনি অভিযান ও উদ্ধার অভিযান চালায় তারা। উদ্ধারকর্মীরা হতাহতদের চিকিত্সা সেবার ব্যবস্থা করে, দুর্গত লোকদের নিরাপদ এলাকায় সরিয়ে নেয়, তাদের জন্য ত্রাণসামগ্রী সরবরাহ জোরদার করে এবং লোকদের খাদ্য, কাপড়, পানি, চিকিত্সা, আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করে।

সিছুয়ান প্রদেশের জরুরি ত্রাণ কাজে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি ৫ কোটি ইউয়ানের ভর্তুকি দেয়। এই অর্থ বিধ্বস্ত অঞ্চলের অবকাঠামো ও গণকল্যাণ ব্যবস্থার পুনর্গঠনে ব্যবহৃত হবে। একই সঙ্গে চীনের কেন্দ্রীয় ত্রাণসামগ্রী ছেংতু সংরক্ষিত দুর্গত অঞ্চলে ৫০০০টি তাঁবু, ১০০০০ বিছানা ও ২০০০০ লেপ পাঠিয়েছে।

সিছুয়ান প্রদেশের দমকল ও উদ্ধার দলের ফ্রন্ট কমান্ড পোস্টের কমান্ডার ইয়ে লান চুন বলেন, বর্তমান উদ্ধারকাজে তিনটি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, দুর্গত লোকদের জন্য তাঁবু স্থাপন করা এবং ত্রাণসামগ্রী পরিবহন করা; দ্বিতীয়ত, উদ্ধার দলের জরুরি অবস্থায় বজায় রাখা, এতে কোনো নতুন ভূতাত্ত্বিক দুর্ঘটনা ঘটলে শিগগিরি উদ্ধার করা; তৃতীয়ত, তাঁবু এলাকার অগ্নি প্রতিরোধের কাজ জোরদার করা।

ভূমিকম্পের পর চীনের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থা দ্রুত জরুরি জরিপ শুরু করে, যা ভূতাত্ত্বিক দুর্যোগ পর্যবেক্ষণে সাহায্য করে। ১৮ জুন রাত ৮টা পর্যন্ত মোট ২৬টি পেশাদার ভূতাত্ত্বিক জরিপ দল ভূমিকম্প ও আশপাশের অঞ্চলে পাঠানো হয়। ২৩৪জন কর্মী ৭৫টি গাড়ি, ২৫টি ড্রোনসহ পেশাদার সরঞ্জাম নিয়ে ভূতাত্ত্বিক দুর্যোগের তদন্ত ও উদ্ধারকাজ করে।

সিছুয়ান প্রদেশের আবাসন ও প্রতিষ্ঠা বিভাগের তত্ত্বাবধান কেন্দ্রের উপ-পরিচালক চু থিং চেন বলেন, ভূতাত্ত্বিক দুর্যোগ চেক ও তদন্তের জন্য সিছুয়ান প্রদেশের বিভিন্ন জায়গা নিজের অবস্থা অনুসারে জরুরি পরিকল্পনা প্রস্তুত করে, তত্ত্বাবধানের সংশ্লিষ্ট কর্মী নিশ্চিত করে। তারা সার্বক্ষণিক তত্ত্বাবধান, বিপদ মোকাবিলা, লোকজন সরিয়ে নেওয়া ইত্যাদি কাজ বাস্তবায়ন করে। এসব চেষ্টার মাধ্যমে ভূমিকম্পের পর ভূতাত্ত্বিক দুর্যোগে হতাহত এড়ানো যায়। এদিন রাত ৮টা পর্যন্ত পেশাদার ভূতাত্ত্বিক জরিপ দল ইপিন শহরে ৫৫৫টি ভূতাত্ত্বিক দুর্যোগের সম্ভাব্য অবস্থান নিশ্চিত করে, প্রায় ৭০০জনকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

জাগা গেছে, ভূমিকম্পের পর, প্রাকৃতিক পরিবেশ বিভাগও জরুরি ব্যবস্থা নিয়েছে। প্রাকৃতিক দুর্ঘটনা মোকাবিলার জন্য সিছুয়ান প্রদেশ সার্বিক প্রস্তুতি ও জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। ইপিন শহরের প্রাকৃতিক পরিবেশ বিভাগ শহরের গুরুত্বপূর্ণ শিল্প পার্ক, দূষিত পানি পরিশোধন কেন্দ্র ইত্যাদি স্থাপনা পর্যবেক্ষণ করে। এতে কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040