'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্যমোচনে সহায়ক
  2019-06-20 14:10:59  cri
জুন ২০: বিশ্ব ব্যাংক গ্রুপ গত মঙ্গলবার প্রকাশিত গবেষণা রিপোর্টে জানিয়েছে, চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ সার্বিক বাস্তবায়নের মাধ্যমে ৩.২ কোটি মানুষ মধ্যম মানের দরিদ্র অবস্থা থেকে মুক্ত হতে পারবে, বিশ্ব বাণিজ্যে ৬.২ শতাংশ প্রবৃদ্ধি হবে, সংশ্লিষ্ট দেশের বাণিজ্য ৯.৮ শতাংশ বাড়বে এবং বিশ্বের আয় ২.৯ শতাংশ বৃদ্ধি পাবে।

"'এক অঞ্চল, এক পথ' অর্থবিদ্যা: যোগাযোগ করিডোরের সুযোগ ও ঝুঁকি" শীর্ষক গবেষণা রিপোর্টে বলা হয়, যদি বাণিজ্যে আরও সুবিধা যুক্ত হয়, তাহলে বাণিজ্যিক বাধা কমে যাবে এবং 'এক অঞ্চল, এক পথ'সংশ্লিষ্ট দেশের বাস্তব আয় আগের থেকে দ্বিগুণ বা চারগুণ বেড়ে যাবে। এ ছাড়া, শ্রম শক্তির বিনিময় ও সংশ্লিষ্ট নীতি সমন্বয়ের মাধ্যমে ন্যায়সঙ্গত মুনাফা বণ্টন হবে।

রিপোর্টে আশা করা হয়, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ কয়েক ডজন উন্নয়নশীল দেশের অর্থনীতি উন্নয়ন দ্রুততর করবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040