নেদারল্যান্ডস ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2019-06-20 10:58:02  cri
জুন ২০: গতকাল (বুধবার) বেইজিং সফররত নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, দীর্ঘকাল ধরে চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে নেদারল্যান্ডস। চীন দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করবে, জি টোয়েন্টিসহ বহুপক্ষবাদ ব্যবস্থার বিনিময় এবং বাস্তব ও উন্মুক্ত সার্বিক সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের নতুন উন্নয়ন বাস্তবায়ন করবে।

এসময় ব্লক বলেন, চীনের সঙ্গে অবাধ বাণিজ্য ব্যবস্থা রক্ষা করবে তাঁর দেশ; যাতে পারস্পরিক কল্যাণ ও অভিন্ন স্বার্থ অর্জিত হয়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040