শহর ও জেলার পুরনো আবাসিক এলাকা পুনর্নির্মাণ করা হবে: চীনের প্রধানমন্ত্রী
  2019-06-20 10:51:38  cri
জুন ২০: গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত অধিবেশনে চীনের বিভিন্ন শহর ও জেলায় পুরনো আবাসিক এলাকা পুনর্নির্মাণ, গ্রামাঞ্চলের বিদ্যুত্ নেটওয়ার্ক উন্নয়ন ও গ্রামাঞ্চলের পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। এতে দারিদ্র্যমোচন ও গণজীবিকা উন্নত হবে বলে আশা করেন লি।

অধিবেশনে বলা হয়, প্রাথমিক জরিপ থেকে জানা গেছে, চীনে পুরনো আবাসিক এলাকায় ১০ কোটিরও বেশি মানুষ বাস করে। তাই, সরকারের নেতৃত্বে কমিউনিটিগুলোকে আবাসিক এলাকায় বিদ্যুত্, পানি, গ্যাস, ইন্টারনেট নেটওয়ার্ক ও বিভিন্ন অবকাঠামো ব্যবস্থা উন্নয়নে কাজ করতে হবে।

অধিবেশনে বলা হয়, ২০১৬ সাল থেকে গ্রামাঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প চালু হয়। বিগত বছরগুলোতে দরিদ্র গ্রামগুলোতে বিদ্যুতের লাইন পৌঁছে গেছে এবং বিদ্যুত্ নেটওয়ার্ক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

অধিবেশনে আরও বলা হয়, চীনের গ্রামাঞ্চলের খাবার পানির মানদণ্ড জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ২০২০ সালের মধ্যে ৬ কোটি গ্রামীণ মানুষের পানির সমস্যা দূর করার নির্দেশনাও দেওয়া হয় অধিবেশনে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040