চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-06-19 18:19:27  cri
জুন ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পারস্পরিক কল্যাণকর ও জয়-জয় চুক্তিতে পৌঁছানো, শুধুমাত্র চীনা ও আমেরিকান জনগণের স্বার্থই নয়, আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশাও বটে। চীন বহুবার বলেছে, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সমস্যা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটথাইজার মঙ্গলবার চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সমস্যা সম্পর্কে বলেন, চীনের সঙ্গে সংলাপ কার্যকরী নয়। এ সম্পর্কে লু খাং বলেন, মঙ্গলবার প্রেসিডেন্ট সি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আশা করেন, উভয় পক্ষের বিভিন্ন কর্মগ্রুপ যোগাযোগ করবে এবং দ্রুত সমস্যার সমাধান খুঁজে বের করবে। তিনি আশা করেন, গোটা পৃথিবী যুক্তরাষ্ট্র ও চীনের চুক্তি দেখতে চায়। প্রেসিডেন্ট সিও দু'দেশের আর্থ-বাণিজ্যিক দলগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040