'চীন-আরব সহযোগিতা ফোরামে' উভয় পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার হয়েছে
  2019-06-19 16:56:34  cri
জুন ১৯: 'চীন-আরব সহযোগিতা ফোরামের ১৬তম উচ্চ পর্যায়ের কর্মকর্তা সম্মেলন' এবং 'পঞ্চম উচ্চ পর্যায়ের সরকারি কৌশলগত রাজনৈতিক সংলাপ' গতকাল (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে। চীন ও আরব দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ইচ্ছা প্রকাশিত হয়েছে সম্মেলনে।

সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক ওয়াং তি বলেন, আরব দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করতে চায় চীন। সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরোধিতা করা এবং সভ্যতার সংলাপ ও বিনিময় শক্তিশালী করার কথা বলেন তিনি। যৌথভাবে বহুপক্ষবাদ ও বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা বজায় রাখা এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার কথাও বলেন ওয়াং তি।

আরব প্রতিনিধিরা চীনের সঙ্গে সম্পর্কের ওপর উচ্চ গুরুত্বারোপ করেন। চীন-আরব সহযোগিতা ফোরামের কাঠামোতে চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ এগিয়ে নেওয়া, বহুপক্ষবাদ সমর্থন করা এবং বিভিন্ন সভ্যতার সংলাপ জোরদার করতে চান তারা।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040