উত্তর কোরিয়ার গণমাধ্যমে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ
  2019-06-19 16:55:16  cri

জুন ১৯: উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফরের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্তর কোরিয়ার রন্ডং সিমুনসহ প্রধান মিডিয়ায় "চীন ও উত্তর কোরিয়ার অবিরাম বন্ধুত্ব, যুগের নয়া অধ্যায়ের সূচনা" শিরোনামে একটি স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ করেছেন।

প্রবন্ধে বলা হয়, চলতি বছর হলো চীন ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। দীর্ঘদিন ধরে, দুই দেশের পার্টির নেতৃত্বে, দুই দেশের মানুষ একে অপরের উপর নির্ভর করেছে, একে অপরকে সমর্থন করেছে এবং গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন হলেও, চীনের পার্টি ও সরকার দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ককে শক্তিশালী করার দৃঢ় সিদ্ধান্ত পরিবর্তন করেনি এবং করবেও না। উত্তর কোরিয়ার সঙ্গে আঞ্চলিক স্থায়ী নিরাপত্তা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে ইচ্ছুক চীন।

প্রবন্ধে প্রেসিডেন্ট সি বলেন, এ সফরের মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে দু'দেশের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিকল্পনা এবং চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যগত বন্ধুত্বের নতুন অধ্যায় রচিত হবে। দু'দেশের উচিত, উভয় পক্ষের কৌশলগত যোগাযোগ, বিনিময় এবং পারস্পরিক শিক্ষা শক্তিশালী করা, বন্ধুত্বপূর্ণ বিনিময় ও বাস্তব সহযোগিতা মজবুত করা এবং যোগাযোগ, সংলাপ ও সমন্বয় শক্তিশালী করা। চীন নতুন যুগে আরও উন্নতি লাভের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে চায় বলে উল্লেখ করেন সি চিন পিং।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040