'মে ইয়ু চি'/বর্ষাকাল
  2019-08-09 09:56:16  cri


সবাই জানেন, চীনে ৪টি ঋতু আছে: বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত। কিন্তু আসলে চীনে আরেকটি ঋতুর দেখাও পাওয়া যায়—বর্ষাকাল! চীনারা বলে 'মেই ইয়ু চি'। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে বর্ষাকাল সম্পর্কিত কিছু সুন্দর গান শুনবো।

চীনের বর্ষাকাল শক্তিশালী কোনো ঋতু নয়। প্রতি বছরের জুন ও জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলে বিশেষ করে ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন অববাহিকায় টানা প্রায় এক মাস বৃষ্টি পড়ে। চীনা ভাষায় বৃষ্টি হচ্ছে 'ইয়ু', ঋতু হচ্ছে 'চি'; আর এসময় দক্ষিণাঞ্চলে 'মে চি' অর্থাত তাল পাকার সময়। তাই চীনারা বর্ষাকালকে 'মে ইয়ু চি' বলে। 'মে ইয়ু' নামের একটি কারণ হলো, টানা এক মাসের বৃষ্টিতে সব স্থান আর্দ্র হয়ে পড়ে। এসময় কাপড়ে সহজেই ছত্রাক জন্মে! ছত্রাক- চীনা ভাষায় বলা হয় 'মে'। তাই 'মে ইয়ু চি' মানে সহজে ছত্রাক জন্মানোর ঋতু!

চীনে 'মে ইয়ু চির' বৃষ্টি বাংলাদেশের বর্ষাকালের বৃষ্টির মতো দীর্ঘ নয়; এটি সাধারণত অল্প সময় হয়। এসময় আকাশে খুব একটা সূর্য দেখা যায় না। এ কারণে বাসার কোণায় ছত্রাক জন্মায় আর কাপড় শুকাতে দেরি হয়। এটি মোটেও আরামদায়ক কোনো সময় নয়। তবে কৃষিকাজের জন্য এ বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। যথেষ্ট বৃষ্টি প্রচুর ফলনের নিশ্চয়তা দেয়। প্রতি বছর মৌসুমি বায়ুর প্রভাবে এই বর্ষাকাল যেন প্রকৃতির একটি প্রতিশ্রুতি!

বৃষ্টি সবসময় কিন্তু বিরক্তিকর নয়। ভারী বা হালকা বৃষ্টির নিজস্ব সৌন্দর্য আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকাল নিয়ে অনেক কবিতা ও গান লিখেছেন। প্রাচীনকালে চীনের অনেক সাহিত্যিকও 'মে ইয়ু চি' নিয়ে অনেক কবিতা রচনা করেছেন, যা এখন পর্যন্ত অনেক জনপ্রিয়। যেমন, চীনের বিখ্যাত এক কবিতায় বলা হয়: মে ইয়ু চি'র সময় সবখানে বৃষ্টি হয়, শোনা যায় ব্যাঙের ডাক। এক বন্ধুকে আমন্ত্রণ করেছি! আমি জানালার পাশে বসি, বৃষ্টির শব্দ শুনতে শুনতে একলা দাবা খেলি। বন্ধুরা, এখন শুনুন এই কবিতা অনুসারে রচিত গান 'রাত'।

চীনে 'ইয়ু চি' বা 'বৃষ্টির সময়' একটি সুন্দর শব্দ। চীনারা একে যৌবনের কাঁচা সময়ের সঙ্গে তুলনা করে। সে সময় যুবক-যুবতিরা বড় হয়, কিন্তু মন থাকে তরুণ; মনে ভবিষ্যত নিয়ে প্রত্যাশা জেগে ওঠে, জীবনে কিছু ব্যাঘাতও ঘটে। শুরু হয় আশা-নিরাশার দ্বন্দ্ব! বন্ধুরা, এখন শুনুন চীনা গান '১৭ বছর বয়সের বৃষ্টি ঋতু'।

বন্ধুরা, বৃষ্টির নিয়ে আপনার কোনো স্মৃতি আছে? যা চিরদিন মনে রাখতে চান? এখন আমরা বৃষ্টির স্মৃতি সম্পর্কিত একটি গান শুনবো। গানের নাম 'জুন মাসের বৃষ্টি'। গানে বলা হয়: আমি বৃষ্টিতে আটকে থাকি। এই বৃষ্টির জন্য তোমার কথা মনে পড়ে। তুমি আমার কাছে অতুলনীয়। আমি তোমাকে ছেড়ে যাবো না, আশা ছাড়ব না, আমি তোমার জন্য অপেক্ষা করবো  

বৃষ্টির দীর্ঘ হলেও অবশেষে উজ্জ্বল দিন আসে। বিশ্বাস করতে হয়, জীবনে বিপদ ও দুঃখ আসলেও অবশেষে তা পার হয়ে নতুন জীবন আসবে।

বন্ধুরা, এখন শুনুন একটি জনপ্রিয় চীনা গান 'সবসময় বৃষ্টির পর সূর্য দেখা যায়'।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা 'মে ইয়ু চি' সম্পর্কে আরও একটি সুন্দর গান- 'বৃষ্টির দিন' শুনবো। আশা করি, সুন্দর সুরের স্পর্শে আপনার সময়ও সুন্দর কাটবে।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040