চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যত্ সঠিকভাবে নির্ধারণ করা উচিত্: যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত
  2019-06-19 15:23:58  cri
জুন ১৯: চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যত‌্ কৌশলগত দিক সঠিকভাবে নির্ধারণ করা এবং উন্নয়নের স্পষ্ট পরিকল্পনা প্রণয়ন করা উচিত্; যাতে দু'দেশের জনগণের মৌলিক স্বার্থ ও বিশ্ববাসীর অভিন্ন কল্যাণ বেগবান করা যায়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছুই থিয়েন খাই গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনে চীন-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ-কথা বলেছেন।

তিনি বলেন, বিগত সময়ের দিকে খেয়াল করলে কূটনৈতিক সম্পর্ক নিয়ে কেউ সন্দেহ করতে পারবে না। এ সম্পর্ক উভয় দেশ তথা বিশ্বকে পরিবর্তন করেছে। ভবিষ্যতের দিকে তাকালে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040