চীন-মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ
  2019-06-19 09:12:14  cri
জুন ১৯: গতকাল (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন।

ট্রাম্প বলেন, আমি আসন্ন জি-টোয়েন্টির ওসাকা শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে বৈঠক করার অপেক্ষায় আছি। আমি প্রেসিডেন্ট সি'র সঙ্গে দ্বিপক্ষীয় এবং অভিন্ন স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করবো। যুক্তরাষ্ট্র মার্কিন-চীন আর্থিক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্র আশা করে দু'দেশের কর্ম দল যোগাযোগ করবে এবং বর্তমানের মতভেদ সমধানের উপায় খুঁজে বের করবে। আমি বিশ্বাস করি, সারা বিশ্ব যুক্তরাষ্ট্র এবং চীনের চুক্তি স্বাক্ষর চায়।

সি চিন পিং বলেন, সম্প্রতি চীন-মার্কিন সম্পর্ক কিছু কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে। তা দু'দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা করলে উভয়ের কল্যাণ হবে, যুদ্ধ করলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। দু'দেশের উচিত পৌঁছানো মতৈক্য অনুসারে পারস্পরিক সম্মান এবং উপকারিতার ভিত্তিতে সমন্বয়, সহযোগিতা এবং স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক ত্বরান্বিত করা। বিশ্বের বৃহত্তম দু'টি অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত যৌথভাবে নেতৃত্বের ভূমিকা পালন করা, জি-টোয়েন্টি ওসাকা শীর্ষ সম্মেলনে ইতিবাচক সাফল্য অর্জন ত্বরান্বিত করা, বিশ্ব বাজারের জন্য আস্থা এবং প্রাণশক্তি যোগানো। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জি-টোয়েন্টি ওসাকা শীর্ষ সম্মেলন চলাকালে বৈঠক করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের মূল সমস্যা নিয়ে মত বিনিময় করতে আগ্রহী।

সি চিন পিং জোর দিয়ে বলেন, আর্থিক সমস্যায় দু'দেশের উচিত সমান সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা। আমরাও আশা করি যুক্তরাষ্ট্র চীনা শিল্প-প্রতিষ্ঠানের প্রতি ন্যায়সঙ্গত মনোভাব পোষণ করবে। দু'দেশের আর্থিক দলের যোগাযোগ বজায় রাখার ব্যাপারে আমি সম্মত। (শুয়েই/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040