চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-06-18 19:36:14  cri

জুন ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, ইতিহাস থেকে প্রমাণিত, পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক সুবিধার উপর ভিত্তি করে আলোচনা ও সংলাপ চললে, চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সমস্যা সঠিকভাবে সমাধান করা যেতে পারে।

লু খাং বলেন, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ নিয়ে শুনানি আয়োজনের সময়, শুল্কবিরোধী কণ্ঠ আরও শক্তিশালী হয়েছে। দীর্ঘদিন ধরে, পারস্পরিক কল্যাণকর এবং উভয়ের জয়ের আর্থ-বাণিজ্যিক বিনিয়োগ সহযোগিতা চীন ও যুক্তরাষ্ট্রের শিল্প ও ভোক্তাদের প্রচুর সুবিধা দিয়েছে বলে জানান লু খাং।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040