চীন ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকী দু'দেশের সম্পর্কে নতুন শক্তি যোগাবে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-06-18 19:00:05  cri

জুন ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (মঙ্গলবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চলতি বছর চীন-উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। দু'পক্ষ এ উপলক্ষ্য উদযাপন করবে এবং নতুন যুগে চীন-ডিপিআরকে সম্পর্ক উন্নয়নে নতুন শক্তি যোগাবে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী ২০ ও ২১ জুন উত্তর কোরিয়া সফর করবেন।

লু খাং আরও বলেন, চীন ও উত্তর কোরিয়া সুপ্রতিবেশী দেশ। দু'দেশ দীর্ঘদিন ধরে বিনিময় ও সহযোগিতা বজায় রেখেছে। দুই পার্টি ও দুই পক্ষের বিভিন্ন প্রজন্মের নেতাদের মধ্যে ঘনিষ্ঠ বিনিময় চীন-উত্তর কোরিয়া সম্পর্কের একটি ঐতিহ্য। দু'দেশের নেতাদের চারটি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে। চীন-উত্তর কোরিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার দৃঢ় ভিত্তি ও উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। দু'পক্ষ সহযোগিতা আরও শক্তিশালী করতে চায়।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040