ইয়াং চিয়ে ছি'র সঙ্গে সাক্ষাত্ করেছেন ৭৩তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান মারিয়া ফার্নান্দো
  2019-06-18 18:14:59  cri
জুন ১৮: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ইয়াং চিয়ে ছি এবং ৭৩তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান মারিয়া ফার্নান্দো এসপিনোসা সাক্ষাত করেছেন।

সাক্ষাতে ইয়াং চিয়ে ছি বলেন, চীন দৃঢ়ভাবে জাতিসংঘকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থায় সমর্থন করে। চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের যৌথ নির্মাণ এগিয়ে নিতে চায়। এতে বিশ্বব্যাপী সংযোগ বাড়বে এবং সব দেশের সমন্বিত উন্নয়ন সম্ভব হবে। জাতিসংঘের সঙ্গে যৌথভাবে ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে চায় চীন।

এসপিনোসা বলেন, বহুপক্ষবাদে চীনের দৃঢ় সমর্থনকে জাতিসংঘ উচ্চ মূল্যায়ন করে। এক্ষেত্রে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করতে ইচ্ছুক জাতিসংঘ।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040