বাধা দেওয়া ও দমন নীতিতে চীনের অগ্রগতির গতি থামানো যাবে না: সিআরআই সম্পাদকীয়
  2019-06-18 16:56:05  cri
জুন ১৮: সম্প্রতি নোবেলজয়ী চীনের বিজ্ঞানী থু ইয়ো ইয়ো এবং তার দলের উদ্যোগে সর্বশেষ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। তিনি আর্টেমিসাইনিন ড্রাগ প্রতিরোধের সমস্যা নিয়ে কার্যকর চিকিত্সার উপায় তুলে ধরেছেন। এটি হলো চিকিত্সা ক্ষেত্রে মানবজাতির বড় অর্জন এবং বিশ্ব স্বাস্থ্য উন্নয়নে চীনের বিজ্ঞানীদের আরেকটি সর্বাধুনিক অবদান। সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

থু ইয়ো ইয়ো চীনের লাখ লাখ বিজ্ঞানীর মনোযোগী চেতনা ও কর্মের প্রতিনিধি। তাঁদের আত্মত্যাগ চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের গোপন চাবিকাঠি।

বাস্তবতা হলো, চীনের বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীলতা কেউ কেউ সহ্য করতে পারছে না। তারা উন্মুক্ত ও সহনশীল প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে আর খাপ খাওয়াতে পারছে না। তবে, চীনের অগ্রগতিকে বাধা দেওয়া বা দমন করা যাবে না। বর্তমানে চীন ১৭ কোটি উচ্চ পর্যায়ের শিক্ষা ও প্রযুক্তিগত সম্পদের মালিক। গবেষণা ক্ষেত্রে চীনের বরাদ্দের পরিমাণ বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে চীন বরাবরই উন্মুক্ত ও সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আধিপত্যবাদী আচরণের মাধ্যমে কোনোভাবেই চীনকে দমন করতে পারবে না বলে উল্লেখ করেছে সিআরআই সম্পাদকীয়।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040