চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করায় মার্কিন শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে
  2019-06-18 15:45:32  cri
জুন ১৮: চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করায় মার্কিন শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে মার্কিন ব্যবসায়ীরা। গতকাল (সোমবার) থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিস চীনের রপ্তানিকৃত ৩০০ কোটি মার্কিন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে সাত দিনব্যাপী শুনানির আয়োজন করে।

শুনানিতে যুক্তরাষ্ট্রের শিল্প সমিতি এবং শিল্পপ্রতিষ্ঠানের কয়েক ডজন প্রতিনিধি হুঁশিয়ারি দিয়ে বলেন, চীনের রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ করলে মার্কিন শিল্পপ্রতিষ্ঠান এবং ভোক্তাদের ঝামেলা বাড়বে, এসব শিল্পপ্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা কমবে এবং মার্কিন অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষতি হবে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040