হাঙ্গেরি প্রথম "চীন পর্যটন সংস্কৃতি সপ্তাহ" আয়োজন করেছে
  2019-06-18 14:23:39  cri

গত ৭ জুন হাঙ্গেরির বুদাপেস্টের এলিজাবেথ স্কয়ারে প্রথম 'চীন পর্যটন সংস্কৃতি সপ্তাহ' উদ্বোধন করা হয়। সংস্কৃতি সপ্তাহটি হাঙ্গেরি ও মধ্য ও পূর্ব ইউরোপের জনগণের কাছে চীনা শৈলীকে একটি রঙিন উপায়ে উপস্থাপিত করেছে, চীনা সংস্কৃতির সৌন্দর্য এবং চীন ও হাঙ্গেরি মধ্যে সাংস্কৃতিক পর্যটন খাতকে উন্নত করেছে।

এবারের "চীনা পর্যটন সংস্কৃতি সপ্তাহে" ৭০টিরও বেশি ইউনিট অংশগ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক প্রদর্শনী, পর্যটন প্রচার, খাদ্য উৎসব, চীনা ঔষধ আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিজয়ীদের রচনা এবং অন্যান্য ৩৪টি কার্যক্রম। হাঙ্গেরি এবং অন্যান্য দেশের হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেছে। বুদাপেস্টে চীনা সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অফিসের পরিচালক ছুই খে বলেন,

"আমরা এবার হাঙ্গেরি প্রথম চীন পর্যটন সংস্কৃতি সপ্তাহ আয়োজন করেছি; এটি 'সংস্কৃতি ও ভ্রমণ ইন্টিগ্রেশন'কে কেন্দ্র করে, 'সুন্দর চীন' থিম হিসেবে এবং 'অবিশ্বাস্য চীন' স্লোগানের মাধ্যমে, পর্যটন, সংস্কৃতি, বিমানচালনা, খাদ্য, চীনা ঔষধ, মার্শাল আর্ট, সংগীত, নাচ এবং অন্যান্য বহুমাত্রিক প্রদর্শনীর ব্যবস্থা করেছে এবং বিদেশি দর্শকদের কাছে চীনের চেতনা তুলে ধরেছে ও চীনা শৈলী বর্ণনা করেছে।"

হাঙ্গেরি হলো ইউরোপীয় অঞ্চলের অন্যতম দেশ যা চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতার প্রথম নথি স্বাক্ষর করে। বর্তমানে, চীন-হাঙ্গেরি সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থায় রয়েছে। ২০১০ সালে, চীন ও হাঙ্গেরি সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয়। গত এপ্রিল মাসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী বেইজিংয়ে দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' শীর্ষ ফোরামে অংশ নেন। গত মে মাসে, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান সু হাঙ্গেরি সফর করেছেন।

বুদাপেস্টে চীনা সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অফিসের পরিচালক ছুই খে বলেন, চলতি বছর চীন-হাঙ্গেরি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী, এ উপলক্ষ্যে তিনি বিশ্বাস করেন, আরও পর্যটন সুবিধা ব্যবস্থা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে অনেক বেশি পর্যটক একে অপরের দেশ ভ্রমণ করবে। তিনি বলেন,

"এই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের ঘন ঘন বিনিময় ও সফর চীন এবং হাঙ্গেরি মধ্যে সম্পর্কের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। ২০১৯ সালের ৭ই জুন চীনের ইস্টার্ন এয়ারলাইনস শাংহাই থেকে বুদাপেস্টে সরাসরি ফ্লাইট চালু করে। বর্তমানে, দেশ দু'টির দুটি সরাসরি ফ্লাইট আছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কাঠামোতে, চীন ও হাঙ্গেরির মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। বর্তমানে চীন-হাঙ্গেরি সাংস্কৃতিক সহযোগিতা এবং পর্যটন সহযোগিতা একটি ভালো গতিতে চলছে। এর বিস্তৃত সম্ভাবনা আছে।"

হাঙ্গেরির জাতীয় পর্যটন প্রশাসনের আন্তর্জাতিক পর্যটন সম্পর্ক বিভাগের পরিচালক আলফোলি এস্জটার বলেন, 'চীন পর্যটন সংস্কৃতি সপ্তাহ' শুরু করা এবং শাংহাই থেকে বুদাপেস্টে একটি নতুন সরাসরি ফ্লাইটও চালু করা হয়েছে। এটি চীন ও হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর সেরা উপহার। এস্জটার বলেন,

"আজ চীন এবং হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করার সেরা দিন। একই সঙ্গে, আমরা শাংহাই থেকে বুদাপেস্ট সরাসরি ফ্লাইট চালু করেছি। চীন-হাঙ্গেরির সক্রিয় পর্যটন সহযোগিতা আছে। আমি আশা করি, প্রতি সপ্তাহে তিনটি নতুন ফ্লাইট যুক্ত হবে, দুই দেশের মধ্যে পর্যটন খাতে বিনিময়ে উচ্চ পর্যায়ের উন্নয়ন জোরদার হবে। আমি খুব খুশি এবং খুব গর্বিত। সাংস্কৃতিক সপ্তাহ সফল করার জন্য চীন ও হাঙ্গেরির আগ্রহ রয়েছে।"

ল্যাঙ্কস্টার ইউনিভার্সিটি চীন-ব্রিটিশ বিনিময় ও সহযোগিতা আরও উন্নত করার জন্য 'এক অঞ্চল, এক পথ' গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে।

৭ জুন, ল্যাঙ্কস্টার বিশ্ববিদ্যালয়ে "এক অঞ্চল, এক পথ" ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি কনফুসিয়াস ইনস্টিটিউট এবং চীন রিসার্চ সেন্টারের পর ল্যাঙ্কস্টার ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত চীন সম্পর্কিত একটি গবেষণা প্রতিষ্ঠান।

স্থানীয় সময় ৭ জুন ল্যাঙ্কস্টার ইউনিভার্সিটির ক্যাম্পাসে, বহু পণ্ডিত ও অতিথি উপস্থিত হন। ল্যাঙ্কস্টার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মার্ক স্মিথ এবং ব্রিটেনে মিনিস্টার ল্যাংকের কাউন্সিলার ইয়াং সিয়াওখুন ল্যাঙ্কস্টার বিশ্ববিদ্যালয়ের "এক অঞ্চল, এক পথ" ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ায় ঘোষণা দেন।

২০১১ সালে ডিসেম্বরে, ল্যানকাস্টার ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং আট বছর ধরে এটি ধীরে ধীরে উন্নত হয়েছে।

প্রিন্সিপাল মার্ক স্মিথ বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট একটি খুব সফল সহযোগিতা প্রকল্প, যা সংস্কৃতির বৈচিত্র্য বাড়ায় এবং বিশ্ববিদ্যালয় ও চীনের মধ্যে সেতু হয়ে ওঠে। "এক অঞ্চল, এক পথ" ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে আজ চীনের সাথে ল্যাঙ্কস্টার ইউনিভার্সিটির সহযোগিতা গভীর ও সমৃদ্ধ হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040