চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শানে'র সঙ্গে সাক্ষাত্ করেছেন সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম
  2019-06-17 19:06:57  cri

জুন ১৭: চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান আজ (সোমবার) বেইজিংয়ে সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে ওয়াং ছি শান বলেন, চীন ও সিরিয়া প্রাচীন সভ্যতার দেশ। দু'দেশই গৌরবময় ও কষ্টকর সময় কাটিয়েছে। ইতিহাস ও সংস্কৃতি দেশ ও জাতির মৌলিক বিষয়। দু'দেশ পারস্পরিক সমঝোতা, শ্রদ্ধা ও সাধারণ উন্নয়নকে গভীর করে তুলবে। চীন দৃঢ়ভাবে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম এবং জাতিসংঘ সনদের নীতি রক্ষা করে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে। চীন তার সার্বভৌম স্বাধীনতা, ভূভাগের অখণ্ডতা এবং জনগণের স্বাধীন উন্নয়নের পথে সিরিয়াকে সমর্থন করে। চীন বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ও বিকাশে আগ্রহী।

মুয়াল্লেম বলেন, সিরিয়া আন্তরিকভাবে চীনের উন্নয়ন ও মানবসভ্যতায় চীনের অবদানের প্রশংসা করে এবং সিরিয়াকে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানায়। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে ইতিবাচকভাবে অংশগ্রহণ এবং চীনের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সিরিয়া।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040